Monday, 18 April 2016

বাঙালী

নীহারিকা পথে চলা অবোধ শিশুর

ইতিহাস করো খন্ডন
জাতি চষে এক কড়িতে
করে ভ্রক্ষ্মান্ড শাসন।

হাতে চুড়ি পড়া শেখ বাবু
যতনে করে কেশ বিন্যাস,
নিঃশ্বাস হাকি কয়
"আর কটা দিন, যাবো সন্যাস"।

লন্ঠন হাতে করিমের বাপ

ছুটে রাত বিরাত
এই বুঝি তার বর্ষের খোরাক
উড়ে চলে গেলো বিলাত।

ওহে জাতি,ওঠাউ মস্তক

বলো ছাড়ি হুঙ্কার,
মোরা জাতে বাঙালী
নই মাথা নোয়াবার।

No comments:

Post a Comment