Monday, 18 April 2016

ভালোবাসা


চশমার আড়ালে ছলছল চোখ
এলো কেশ, উরে বাতাসে
হৃদয়ের গলিতে গলিতে
পাথুরে ঘর ভেঙে চুরমার ।

মুক্ত উজান
ভাসিয়ে নেয় কচুরিপানা
শেকড় নাড়ে, আর
তলা খুঁজে অথৈ জলে ।

তার জন্য বারে বার
হাজারো স্বপ্ন ছাইচাঁপা 
ঘর্মাক্ত দেহে ক্ষণে ক্ষণে
যৌবনের আভাস খোঁজে ।

ভ্রান্তির নেশায় উৎসব 
সূক্ষ্ম সুতোয় ঝুলন্ত আশা
নিঃশ্বাসে নিঃশ্বাসে অগ্নি ঝড়
মায়াময় স্বরে প্রতিধ্বনি, ভালোবাসার ।

No comments:

Post a Comment